Uttarakhand Bus Accident (Credits: ANI)

উত্তরকাশী, ৬ জুন: যমুনোত্রী যাওয়ার পথে উত্তরকাশীতে খাদে পড়ে গেল তীর্থযাত্রীদের একটি বাস (Uttarakhand Bus Accident)। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাসে মোট ৩০ জন ছিলেন। মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দারা বাসে করে তীর্থ দর্শনে বেরিয়েছিলেন। এই ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েক ঘণ্টা আগে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ১৫ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। মৃতদের পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা ক্ষতিপূর্ণ। আহতরা পাবেন ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য।

পড়ুন টুইট