ড্রোন (Photo Credits: ANI)

জম্মু, ২ জুলাই: আন্তর্জাতিক সীমান্ত টপকানোর আগেই পাকিস্তান থেকে উড়ে আসা কোয়াড কপ্টারকে (Pakistan Quad Copter) গুলি করে রুখে দিল বিএসএফ৷ শুক্রবার ভোর চারটে বেজে ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে জম্মুর আরিনা সেক্টরে৷ জম্মুতে ড্রোনের চলাচল হঠাৎ করেই খুব বেড়েছে৷ আজকের ঘটনায় এটা স্পষ্ট যে নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাতেই পাকিস্তান ওই কোয়াড কপ্টারটিকে পাঠিয়েছিল৷ তবে এপার থেকে বিএসএফের গুলি চালানো  শুরু হতেই তৎক্ষণাৎ কোয়াড কপ্টারটি তার ফিরতি পথ ধরে৷ গত ২৯ জুন একইভাবে জম্মুর রত্নাচুক কালুচক এলাকায় ড্রোনের উপস্থিতি নজরে পড়তেই তৎপরতার সঙ্গে তা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী৷ আরও পড়ুন-West Bengal Monsoon: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ

গত ২৭ জুন জম্মুও বায়ুসেনা স্টেশনে জোড় বিস্ফোরণের ঘটনায় ড্রোনের হাত মিলেছে৷   গোয়েন্দারা মনে করছেন ড্রোনের সাহায্যেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল৷