বৃষ্টি (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ২ জুলাই: ঘণ্টা খানেকের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Monsoon) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়৷ আগামী ২-৩ ঘণ্টা চলবে বৃষ্টি৷ আলিপুরের হাওয়া অফিস এই বার্তা দিয়েছে৷ তবে শুক্রবার সকাল থেকে শহর-কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির কোনও চিহ্ন নেই৷ বরং বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই গুমোট গরমে দিশেহারা মানুষ৷ মেঘ রোদ্দুরের খেলায় গরমের মাত্রাও বেড়েছে৷ এদিকে গতকাল দিনভর টিপটিপ বৃষ্টিতে একটু হলেও কমেছিল দৈনিক তাপমাত্রা৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রির কাছাকাছি। আরও পড়ুন-Tathagata Roy Attacks Mamata Banerjee: ভুয়ো টিকা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তথাগতর, কী বললেন তিনি?

তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে তালমিলিয়ে তিলোত্তমাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দুএক জায়গায় ইতিমধ্যেই টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করেছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে চলতেই থাকবে৷ কলকাতা-হ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আগামী ৪ জুলাই অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও গরমের প্রকোপ এখনই কমছে না৷ এদিকে কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে ভাসছে উত্তরবঙ্গ৷ আগামী ৫ দিনও সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷