কলকাতা, ২ জুলাই: ঘণ্টা খানেকের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Monsoon) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়৷ আগামী ২-৩ ঘণ্টা চলবে বৃষ্টি৷ আলিপুরের হাওয়া অফিস এই বার্তা দিয়েছে৷ তবে শুক্রবার সকাল থেকে শহর-কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির কোনও চিহ্ন নেই৷ বরং বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই গুমোট গরমে দিশেহারা মানুষ৷ মেঘ রোদ্দুরের খেলায় গরমের মাত্রাও বেড়েছে৷ এদিকে গতকাল দিনভর টিপটিপ বৃষ্টিতে একটু হলেও কমেছিল দৈনিক তাপমাত্রা৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রির কাছাকাছি। আরও পড়ুন-Tathagata Roy Attacks Mamata Banerjee: ভুয়ো টিকা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তথাগতর, কী বললেন তিনি?
Thunderstorm with lightning and light to moderate rainfall likely to occur over some parts of Purulia and Bankura districts of West Bengal during next 2-3 hours from 10 am of today, the 02.07.2021: India Meteorological Department (IMD), Kolkata
— ANI (@ANI) July 2, 2021
তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে তালমিলিয়ে তিলোত্তমাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দুএক জায়গায় ইতিমধ্যেই টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করেছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে চলতেই থাকবে৷ কলকাতা-হ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আগামী ৪ জুলাই অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও গরমের প্রকোপ এখনই কমছে না৷ এদিকে কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে ভাসছে উত্তরবঙ্গ৷ আগামী ৫ দিনও সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷