File image of Boris Johnson with PM Modi | (Photo Credits: Twitter/@NarendraModi)

নতুন দিল্লি, ২ ডিসেম্বর: প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2021) প্রধান অতিথি হয়ে ভারতে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। জানা যাচ্ছে, ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) টেলিফোনিক কথোপকথনের সময় তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। পাল্টা জনসন মোদিকে পরের বছর জি-৭ সম্মেলনে ব্রিটেনে আমন্ত্রণ জানিয়েছেন। শেষবার ১৯৯৩ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর।

যদিও বরিস জনসনের ভারত সফর নিয়ে মুখ খোলেনি নতুন দিল্লি। তবে কূটনীতিকরা মনে করছেন যে এর পিছনে প্রধানমন্ত্রী মোদির একটি সুচিন্তিত কৌশল কাজ করছে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে দিল্লির পাশে লন্ডনকে আনা ভবিষ্যতের কথা ভেবেই। কারণ ব্রিটেন পি -৫-র অংশ। এছাড়া পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের (পিওকে) মিরপুর থেকেও লন্ডনে একটি শক্তিশালী রাজনৈতিক লবি রয়েছে, যা প্রায়শই জম্মু ও কাশ্মীরের মতো ইশুতে পথে নামে। আরও পড়ুন: Subramanian Swamy Letter To Narendra Modi: জাতীয় সংগীত বদল করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সুব্রমনিয়ান স্বামীর

বরিস জনসনকে মোদির আমন্ত্রণের বিষয়ে ভারত নিযুক্ত  ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র বলেছেন, আমরা এক বা অন্য কোনও উপায়ে নিশ্চিত করতে পারছি না। প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব ভারত সফর করতে আগ্রহী।