মুম্বই, ১৭ জানুয়ারি: হাসপাতাল তৈরিতে নাকি রাজ্যের কোষাগারে টাকা নেই। সেখানে তৈরি হচ্ছে ওয়াদিয়া হাসপাতাল। আর বিএমসি নাকি রাজ্য কে হাসপাতাল তৈরিতে টাকা বেশি ঢালবে তাই নিয়েই বেঁধেছে গোল। মামলা দায়ের হয়েছে বম্বে হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্যকে কটাক্ষ করল হাইকোর্ট (Bombay High Court)। বলল, স্ট্যাচু তৈরিতে টাকার অভাব নেই, আর হাসপাতাল তৈরিতেই যত গোলমাল। কেন রোগীদের জন্য সরকারে টাকা নেই যখন মূর্তি বানাতে এক হাজার ৭০ কোটি টাকা কোথা থেকে আসছে। প্রশ্ন তুলেছে হাইকোর্ট। দাদারের ইন্দুমিলে তৈরি হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের মূ্র্তি আর তা বানাতেই খরচ হচ্ছে ওই বিরাট অঙ্কের টাকা।
বিচারপতি সত্যরঞ্জন ধর্মাধিকারী ও রিয়াজ চাঘলার ডিভিশনবেঞ্চে মামলার শুনানি ছিল গতকাল। আম্বেদকরের মূর্তি তৈরিতে টাকা আছে আর আম্বেদকর যে সব মানুষের জন্য সারাটা জীবন লড়ে গেলেন তাদের মরতেই হবে। সেই সব মানুষের চিকিৎসা সহায়তা নাকি মূর্তি চাই? বুধবার মুম্বই ট্রান্স হারবার লিং গার্ডার চালু করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁকেও কটাক্ষ করতে চাড়েনি হাইকোর্ট। বলেছে, “প্রকল্পের উদ্বোধনে আপনার কাছে সময় আছে। এমন সেতু উদ্বোধন করছেন যা এখনও তৈরিই হয়নি। যারা সেতু তৈরিতে ভূমিকা নিচ্ছেন তাঁদের সঙ্গে সাক্ষাতের সময় আমাদের মুখ্যমন্ত্রীর আছে, সেজন্য তাঁকে ধন্যবাদ।” আরও পড়ুন-Jalees Ansari Alias Dr Bomb Missing: ৯৩-এর মুম্বই বিস্ফোরণের চক্রী জালিস আনসারি ওরফে ডক্টর বোম্ব নিখোঁজ, মিসিং ডায়েরি করল পরিবার
সরকার আইনজীবী গিরিশ গডবোলে বলেন, ২৪ কোটি টাকা ওয়াদিয়া হাসপাতাল তৈরির জন্য রাজ্য অনুমোদন করেছে। যদিও বিচারপতি ধর্মাধিকারী এটিকে আই ওয়াশ বলেছেন। তাঁর মতে “আগামী কাল হতো সেই বিরাট অংকের টাকা হয়তো পাওয়া যাবে। তাই বলেকি রাজ্যের মুখ্যসচিব, উপ সচিবকে দিয়ে এখানে প্যারেড করাবো, আপনি কী তাই চাইছেন?” বিএমসি-র তরফে আইনজীবী সুরেশ পাকালে বলেন, শিশু হাসপাতালের জন্য ১৪ কোটি টাকার বকেয়া রয়েছে। এই টাকা পাওয়া গেলে তা মিটবে।