নতুন দিল্লি, ৪ সেপ্টেম্বর: বেশিরভাগ কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় শুক্রবার সকালে রাজধানীর উপকণ্ঠে জাতীয় সড়াক লাগোয়া হরিয়ানার দুই নামী রেস্তরাঁ সিল করে দিল প্রশাসন। এই দুই রেস্তঁরা যথাক্রমে আমরিক সুখদেব ধাবা এবং গরম ধরম ধাবা। দুই ধাবার মালিক হলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra-Owned Dhaba)। আমরিক সুখদেব ধাবার ৬৫ জন কর্মীর শরীরে মিলেছে মারণ ভাইরাসের জীবাণু। অন্যদিকে গরম ধরম ধাবার ১০ জনকর্মী করোনায় আক্রান্ত। এই খবর আসার সঙ্গে সঙ্গেই দুটি ধাবাকে সিল করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ডেপুটি কমিশনার শ্যামলাল পুনিয়া। দুটি ধাবাই হরিয়ানার সোনিপত জেলা থেকে ৫০ কিলোমিটার দূরের মুরথাল এলাকায় অবস্থিত। এপথে গাড়ি নিয়ে যাতায়াকারীদের পছন্দের হল্ট ওই দুই ধাবা। আরও পড়ুন-US Election 2020: ২ বার ভোট দেওয়ার চেষ্টা করুন, নর্থ ক্যারোলিনার বাসিন্দাদের বললেন ডোনাল্ড ট্রাম্প
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮,২১৮। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছিল মোট ৭২১ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন ৫৪,৮৭৫ জন। গতকাল হরিয়ানায় অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ১২,৬২২। এদিকে সুখদেব ধাবার ৩০০ কর্মীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্যকর্মীরা। এতজন কর্মীর শরীরে করোনাভাইরাস মেলার পর পুনিয়া জানিয়েছেন, এবার জাতীয় সড়ক লাগোয়া সমস্ত রেস্তরাঁ ও ধাবার কর্মীদের লালারসের নমুনা সংগ্রহের অভিযানে নামা হবে।