Bhagalpur Boat Capsizes: বিহারের ভাগলপুরে গঙ্গায় নৌকাডুবি; মৃত ১, নিখোঁজ অন্তত ২০
ভাগলপুরে গঙ্গায় নৌকাডুবি | (Photo Credits: ANI)

পটনা, ৫ নভেম্বর: বৃহস্পতিবার সকালে বিহারের ভাগলপুরের (Bhagalpur) নওগাছিয়া অঞ্চলে নৌকাডুবি (Boat Capsizes)। ১০০ জন যাত্রী সহ নৌকাটি গঙ্গায় ডুবে যায়। এখনও পর্যন্ত ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ। জানা যাচ্ছে, ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।

নিউজ এজেন্সি এএনআই জানিয়েছে যে গোপালগঞ্জ থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। একজনের মৃত্যু হয়েছে এবং অনেকজন সাঁতরে পাড়ে উঠে আসেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে। নদীর তীরের কাছে যেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেখানে প্রচুর সংখ্যক লোক জড়ো হয়েছে। আরও পড়ুন: Coronavirus Cases In India: ৮৩.৬৪ লাখের গণ্ডী পেরোলো ভারতের কোভিড রোগীর সংখ্যা, দৈনিক সংক্রমণ ৫০ হাজার ২০৯

জানা যাচ্ছে, নদীর ওপাড়ে ভুট্টা খেতের কাজে যাচ্ছিল ১০০ জন মজুর ও চাষি। মাঝনদীতে নৌকাটি উল্টে যায়। পাড়ে থাকা লোকজন দ্রুত উদ্ধারে নামেন ও ৩০ জনক প্রাণে বাঁচান। এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।