প্রজ্ঞা ঠাকুর (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর: করোনার উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। শুক্রবার এইমসে ভর্তি হন তিনি। সংবাদসংস্থা আইএএনএস-র তথ্য অনুযায়ী, তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। তাই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তিনি। জানা যায় তাঁর শ্বাস কষ্টের সমস্যা হচ্ছিল।

চিকিৎসকেরা আইএএনএস-কে জানিয়েছেন, বুকে ব্যাথা, উচ্চ রক্তচাপ এবং শ্বাস কষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। রাত সাড়ে ৯ তা নাগাদ ভর্তি করা হয় হাসপাতালে। উপসর্গগুলি দেখার পর তাঁর করোনার পরীক্ষা করা হয়। আজ করোনার রিপোর্ট আসে। তবে না, তিনি করোনা আক্রান্ত হননি। করোনা রিপোর্ট নেগেটিভি আসে। আরও পড়ুন, রাজমিস্ত্রির পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন সভাস্থলে

ভোপালের সাংসকে এইমস হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়। ড. রণদীপ গুলেরিয়ার চিকিৎসাধীন। তাঁর কো-মরবিডিটি জনিত অনেক রোগ রয়েছে। তাঁর প্রবল শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ছাড়াও অনেক রোগ রয়েছ। তাই তাঁকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলে জানান চিকিৎসকেরা।