নতুন দিল্লি, ২৩ এপ্রিল: লাদাখে (Ladakh) ড্য়ামেজ কন্ট্রোল করতে দলবদলে আসা দাপুটে নেতার ওপরেই বাজি ধরলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা। বিশিষ্ট সমাজকর্মী সোনাম ওয়াংচু সহ সাধারণ মানুষদের আন্দোলনের চাপে লাদাখে (Ladakh Lok Sabha) দলের সাংসদকে এবার আর টিকিট দিল না বিজেপি। গত লোকসভায় লাদাখে জয়ী জামিয়াং শেরিং নামগিয়েল (Jamyang Tsering Namgyal)-কে বাদ দিয়ে এবার সেখানে বিজেপি প্রার্থী করল সাশি গেলসন (Tashi Gyalson)-কে। এবার নিয়ে টানা দুটো লোকসভা নির্বাচনে লাদাখে প্রার্থী বদল করল গেরুয়া শিবির।
গেলসন হলেন লেহ-তে লাদাখ স্বশাসিত পার্বত্য পরিষদের চেয়রাম্যান তথা চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর। সুযোগসন্ধানী, ও চতুর রাজনীতিবিদ হিসেবেই তিনি লাদাখে পরিচিত।
দেখুন খবরটি
#BreakingNews: #BJP drops sitting Ladakh MP
BJP Names candidate for Ladakh seat
BJP names #TashiGyalson as candidate#Ladakh MP #JamyangNamgyal dropped
Times Network's @YawarShafi4 shares more updates@ShreyaOpines pic.twitter.com/v4bn3a6xJK
— Mirror Now (@MirrorNow) April 23, 2024
বছর চারেক আগে সাশি গেলসন পিডিপি থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। লাদাখে বিজেপি-র প্রাক্তন সচিব সাশি-কে প্রার্থী হিসেবে মেনে নিতে না পেরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করতে চলেছে দলের স্থানীয় নেতারা। তাঁদের দাবি সুবক্তা-স্বচ্ছ ভাবমূর্তির জামিয়াং শেরিং নামগিয়েল-কেই এবার লাদাখের কঠিন লড়াইয়ে দরকার ছিল। পৃথক রাজ্য, সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তি ও লাদাখের পরিবেশ নিয়ে উদ্বেগের আন্দোলনে বিজেপি সেখানে একেবারেই কোণঠাসা। সেই কোণঠাসাভাব কাটিয়ে উঠে সেখানে লোকসভায় জিততে সাশি-কে প্রার্থী করা হল বলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের দাবি। তবে এখন যা পরিস্থিতি তাতে জামিয়াং শেরিং নামগিয়েল নির্দল হিসেবে দাঁড়ালে অবাক হওয়ার থাকবে না।
২০১৯ লোকসভায় লাদাখে বিজেপি-র জামিয়াং শেরিং নামগিয়েল (প্রাপ্ত ভোট ৪২ হাজার ৯১৪) প্রায় ১০ হাজার ভোটের ব্যাবধানে হারিয়েছিলেন নির্দল প্রার্থী সাজ্জাদ হোসেন-কে। ২১ হাজার ভোট পেয়ে সেখানে কংগ্রেস প্রার্থী চতুর্থ হয়েছিলেন। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি-র থুপস্তান ছেওয়াং (প্রাপ্ত ভোট ৩১ হাজার ১১১) মাত্র ৩৬ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন নির্দল প্রার্থী গুলাম রাজা-কে। সেবারও কংগ্রেস প্রার্থী চতুর্থ হয়েছিলেন।
লাদাখে পঞ্চম দফায় নির্বাচন আগামী ২০ মে। ভোটে আর এক মাসের কম সময় বাকি থাকলেও কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি। কংগ্রেসকে এবার সরাসরি সমর্থন করছে ন্যাশনাল কনফারেন্স।