দিল্লি, ৭ জুলাই: পরিচালক লীনা মানিমেকালাইয়ের ছবি কালীর (Kaali) পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। লীনা মানিমেকালাইয়ের বিতর্কিত পোস্টারের মাঝে পালটা মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে মহুয়া মৈত্র বলেন, তিনি কালী ছবির পোস্টার দেখেননি। ছবিটিও দেখেননি। তাই ওই ছবির পোস্টারকে সমর্থন করার কোনও প্রশ্নই ওঠে না। ওই ছবির পোস্টার নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি বলেও জানান মহুয়া।
এসবের পাশাপাশি মহুয়া মৈত্র (Mahua Moitra) আরও বলেন, তিনি একজন কালীর পূজারি। তাই যা বলেছেন, সে বিষয়ে তিনি অনড়। মৃত্যুর আগে পর্যন্ত নিজের কথায় স্থির থাকবেন বলেও জানান তৃণমূল কংগ্রেস সাংসদ। তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ আরও বলেন, কালী পুজোয় করণ এবং মাংস উৎসর্গ করা হয়। তাই কেউ যদি প্রমাণ করতে পারেন যে তাঁর দাবিতে জোর নেই, তাহলে নিজের মন্তব্য থেকে তিনি সরে আসবেন বলে জানান মহুয়া মৈত্র।
আরও পড়ুন: Kaali Poster Row: কালী বিতর্কের মাঝে নয়া ছবি ট্য়ুইট করলেন পরিচালক লীনা
প্রসঙ্গত মহুয়া মৈত্র কালী বিতর্কে যে মন্তব্য করেছেন, তাতে তৃণমূল কংগ্রেসের সমর্থন নেই। মহুয়া মৈত্র যা বলেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত মত বলেও বিবৃতি জারি করা হয় তৃণমূল কংগ্রেস সাংসদের তরফে।