হায়দরাবাদ, ৪ সেপ্টেম্বর: ফের অঘটন। এবারও ফের পাখির (Bird Hit At Flight) ধাক্কায় বিপদের মুখে বিমান (Flight) । এবার পাখির ধাক্কায় বাতিল করে দেওয়া হল বিমান। বিজয়ওয়াড়া-বেঙ্গালুরুর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান (Air India Express Flight) বাতিল করে দেওয়া হয়। পিটিআই সূত্রে এমন খবর আসছে।
জানা যাচ্ছে, বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি যখন ওড়ার জন্য তৈরি, সেই সময় একটি ঈগল গিয়ে ধাক্কা দেয়। বিমানের নাকে গিয়ে ধাক্কা দেয় বিশালাকার ঈগল। এরপরই বিজয়ওয়াড়া-বেঙ্গালুরুর বিমানটি বাতিল করে দেওয়া হয়। কোনও ধরনের ঝুঁকি না নিয়েই বাতিল করা হয় ওই বিমান।
রিপোর্টে প্রকাশ, বিমানবন্দরের রানওয়ে ধরে যখন বিমানটি এগোচ্ছিল সামনের দিকে, ওড়ার জন্য তখনই ঈগল গিয়ে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিমানের উড়ান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার সকালে নাগপুর-কলকাতার বিমানে পাখির ধাক্কা লাগে বলে জানা যায়। ফলে নাগপুর থেকে বিমানটিকে উড়িয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয়নি। সেটি নাগপুরে ফেরে। ওই সময় নাগপুর-কলকাতার বিমানে ১৬০-১৬৫ জন যাত্রী ছিলেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই মঙ্গলবার ওই বিমানটিকে বাতিল করা হয়।
মঙ্গলবারের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ফের বিজয়ওয়াড়া-বেঙ্গালুরুর বিমান বাতিল করা হয় পাখির ধাক্কা লাগায়।