কলকাতা, ৩ সেপ্টেম্বর : দিল্লি-কলকাতার বিমানে (Delhi-Kolkata Flight) কেবিন ক্রুর সঙ্গে খারাপ ব্যবহার। বিমানে মদ্যপ যাত্রীর অশালীন ব্যবহার। মাঝ আকাশে কেলৃবিন ক্রুর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয় এক যাত্রীকে। এবার দিল্লি-কলকাতার ইন্ডিগোর বিমানে এমনই একটি ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য।
দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর (IndiGo) বিমানে এক মত্ত যাত্রী ওঠেন। বিমানে উঠে তিনি ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন। এমনকী সহযাত্রীদেরকেও ওই ধর্মীয় স্লোগান দেওয়ার কথা তিনি বলেন বলে অভিযোগ।
এসবের পাশাপাশি বিমানে ওঠার পর ওই যাত্রী একটি নরম পানীয়ের বোতল কেনেন। পানীয় শেষ হলে, তিনি যখন সেটি কেবিন ক্রুদের হাতে ফেরৎ দেন, সেখান থেকে মদের গন্ধ বেরোতে শুরু করে। এরপর কেবিন ক্রুদের প্রশ্নের মুখে তিনি পড়েন। বিমানে ওঠার আগে তিনি মদ্যপান (Drunk passenger) করেছেন কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিমানে চড়ার আগে মদ্যপানের অভিযোগে এবং ধর্মীয় স্লোগান মাঝ আকাশে দেওয়ার অভিযোগে পেশায় আইনজীবী ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়।
তবে ঘটনা এখানেই শেষ নয়। ওই যাত্রীও পালটা অভিযোগ দায়ের করেন। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।
কী হয়েছিল বিমানের ভিতরে
জানা যায়, ইন্ডিগোর দিল্লি-কলকাতা বিমানটি ৩ ঘণ্টা দেরিতে উড়ান শুরু করে। বেশ কিছু কাজের জন্য দিল্লি বিমানবন্দরে বিমানটি ৩ ঘণ্টা দাঁড়িয়েছিল। ফলে ৩ ঘণ্টা দেরিতে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ উড়তে শুরু করে ইন্ডিগোর বিমানটি।
ওই যাত্রীর দাবি, বিমান দেরি করায়, তিনি দিল্লি বিমানবন্দর থেকে একটি বিয়ার কেনেন। সেই বিয়ারই তিনি কণ্ঠস্থ করেন। তাঁর কাছে বিয়ার কেনার কাগজও রয়েছে। প্রয়োজনে তিনি প্রমাণ হিসেবে জমা করতে পারবেন বলে জানান।