পাটনা, ২৩ মার্চ: ১০ দিনে দুই নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বিহারের পাটনার (Patna) ঘটনা। লক্ষ্মীসরাই থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সন্দেহ করেছে যে এই ব্যক্তি সিরিয়াল অপরাধী হতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ তাঁতি নামে ওই ব্যক্তি ৫ থেকে ৭ বছর বয়সী নাবালিকা মেয়েদের প্রলুব্ধ করে তার দোকানে নিয়ে আসত। এরপর তাদের ধর্ষণ করত।
সম্প্রতি দুই নাবালিকাককে সেই ধর্ষণ করে। দু'জনেরই স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে ঘটনাটি প্রকাশ পেয়েছে। মা-বাবারা জিজ্ঞাসা করতেই এই জঘন্য কাজ সম্পর্কে জানা যায়। গ্রামবাসীরা ঘটনাটি জানতে পেরে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। আরও পড়ুন: Gwalior Road Accident: গোয়ালিয়রে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১৩ জনের মৃত্যু, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
লক্ষীসরাইয়ের এসডিপিও রঞ্জন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণেও সে জড়িত থাকতে পারে।