বেঙ্গালুরু, ১৫ জুলাই: কোথায় নিরাপদ আপনার সন্তান? যেখানেই পাঠাবেন, সেখানেই হাঁ করে বসে রয়েছে কিছু রাক্ষসের দল। নানা অছিলায় যারা আপনার সন্তানের ক্ষতি করতে এতটুকু পিছপা হবে না। শুনে কাঁটা দিলেও, এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে এবার বেঙ্গালুরুতে (Bengaluru)। যেখানে পড়ার নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে (Student) ধর্ষণ (Rape) করে কলেদের দুই অধ্যাপক। ঘটনার পরপরই ওই ছাত্রী মহিলা কমিশনের দ্বারস্থ হন। মহিলা কমিশন এরপর ওই জঘন্য ঘটনার বিরুদ্ধে থানায় যায় এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেতেই পুলিশ অভিযুক্ত ২ অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ করে বলে খবর।
পুলিশ (Police) সূত্রে খবর, অভিযুক্তরা হল নরেন্দ্র এবং সন্দীপ। নরেন্দ্র ওই কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। সন্দীপ জীববিদ্যা অর্থাৎ বায়োলজির অধ্যাপক। নরেন্দ্র এবং সন্দীপের সঙ্গী হল অনুপ। এই ৩ জন একযোগে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, নোট দেওয়ার নাম করে নরেন্দ্র ওই ছাত্রীকে ডেকে পাঠায়। এরপর নরেন্দ্র তাঁকে নিয়ে সন্দীপের বাড়িতে যায় এবং ধর্ষণ করে। ওই ছাত্রী যাতে বাড়িতে না বলতে পারে কিংবা পুলিশের সামনে মুখ খুলতে না পারে, তার জন্য ফন্দি আঁটে সন্দীপ। ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে নির্যাতিতা ছাত্রীকে ব্ল্যাকমেইল শুরু করে তারা।
নরেন্দ্র এবং সন্দীপের পাশাপাশি অনুপও ওই ছাত্রীকে হুমকি দেয়। কোনওভাবে ওই কলেজ ছাত্রী যদি কাউকে এই ঘটনা বলার চেষ্টা করে, তাহলে ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়।
প্রথমে ওই ছাত্রী ভয়ে কাউকে কিছু জানায়নি। এরপর বাবা-মাকে জানালে, তাঁরা মেয়েকে মহিলা কমিশনের কাছে নিয়ে যান। মহিলা কমিশনের তরফে এরপর থানায় অভিযুক্ত অধ্যাপকদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পরপর ৩ জনকে গ্রেফতার করে। নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত ৫ জুলাই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। যে ঘচনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হল হুলুস্থূল।