সুরাত, ৭ ফেব্রুয়ারি: বিমানবন্দরের ভিতরে এক আজব দৃশ্য এল নজরে (Sardar Vallabhai Patel International Airport)। একটা বাঁদরের পিছনে ছুটছে এক ভাল্লুক। বাঁদরও ছুটছে প্রাণপণে। আর বাঁদরের পিছনে ভাল্লুকও তাকে ধরার উদ্দেশে ছুটছে প্রাণপণে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল সোশাল মিডিয়াতে (Ahmedabad)।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ছবি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের। বিমানবন্দরের রানওয়ের আশেপাশে গত কয়েকদিন ধরেই বাঁদরের উৎপাত বেড়েছিল কয়েকগুণ। যার জেরে বিমান ওঠানামার সময় বিপাকে পড়তেন বিমানের পাইলটেরা। কিন্তু সেই সমস্যার সমাধান খুঁজতে রীতিমত হাবুডুবু খাচ্ছিল বিমানবন্দরের কর্মীরা। অবশেষে বিমানবন্দরের এক কর্মীর মাথাতে আসে এই আজব বুদ্ধি। বিমানবন্দরের এক কর্মী ভাল্লুক সেজে ভয় দেখানোর পরিকল্পনা করলেন উত্যক্ত করা বাঁদরটিকে। যেমন ভাবা তেমনি কাজ। ভাল্লুক বেশে ময়দানে নামেন ওই কর্মী। আর সেই বাঁদরটিকে লক্ষ্য করে প্রাণপণে তাড়া 'মানুষ' ভাল্লুকের। আর ভাল্লুকের ভয়ে প্রাণ বাঁচাতে দৌঁড়চ্ছে বাঁদরও। সম্প্রতি এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। আরও পড়ুন: Goa Budget: বাড়ল প্রপার্টি ট্যাক্স, মদের উপর শুল্কও বাড়ল একধাক্কায় বেশ কিছুটা
#WATCH Gujarat: An airport official at Sardar Vallabhai Patel International Airport in Ahmedabad dressed in 'bear' costume to scare away langoors on the premises. (Source-Airport Authority of India) pic.twitter.com/Qa6iIPFoLq
— ANI (@ANI) February 7, 2020