মুম্বই, ২৩ সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডের মাঝে মহারাষ্ট্রের বদলাপুরের (Badlapur) স্কুলে ছাত্রীর যৌন নিগ্রহ কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। নাবালিকার যৌন নির্যাতন কাণ্ডে পুলিশী গাফলতির বিরুদ্ধে বড় বিক্ষোভ-প্রতিবাদ, রেল স্টেশনে হাঙ্গামা এমনকী বনধের ডাকও দেওয়া হয়েছিল। সেই বদলাপুর কাণ্ডে মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডের পুলিশের গুলিতে মৃত্যু হল। বদলাপুর স্কুল ছাত্রীর যৌন নির্যাতন তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। পুলিশের গুলি কাণ্ড বদলাপুরের ঘটনাকে গোটা দেশের সামনে আরও বড় প্রশ্নের মুখে দাঁড় করাল-মিলল কি বিচার?
মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বদলাপুর কাণ্ডে অভিযুক্ত অক্ষয় শিন্ডে পুলিশ কর্মীর বন্দুক কেড়ে গুলি চালায়, তাই আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় অক্ষয়। বদলাপুর কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে পথে নামছে বিরোধী দলেরা। আসল দোষীকে আড়াল করতেই এই এনকাউন্টার বলে জানিয়েছেন মহারাষ্ট্রের বিরোধী দলের নেতারা। আরও পড়ুন-দেড় বছর পর তিহার জেলের গেট থেকে বের হয়ে মুক্ত অনুব্রত মণ্ডল, কেষ্টর ফেরার অপেক্ষায় বীরভূম
বদলাপুরের স্কুলে ৪ বছরের দুটি স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শিন্ডকে গ্রেফতার করেছিল মহারাষ্ট্র পুলিশ। কিন্তু এফআইআর দায়েরে দেরি থেকে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা।
দেখুন এই বিষয়ে কী বললেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান
#WATCH | Mumbai | On the death of Badlapur sexual assault accused Akshay Shinde after being shot at by police in retaliatory firing in Badlapur, Congress leader Prithviraj Chavan says, "He was murdered in cold blood. Nobody will believe that it was an encounter. It is a black day… pic.twitter.com/ihyIVenOrv
— ANI (@ANI) September 23, 2024
বদলাপুরে মূল অভিযুক্তর পুলিশের গুলিতে মৃত্যুকে বড় ষড়যন্ত্র আটকানোর কৌশল বলে বিরোধীরা জানিয়েছে। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান বলেছেন, এটি ঠান্ডা মাথায় খুন। মহারাষ্ট্রে পুলিশের কাছে কালো দিন।