পতঞ্জলির করোনিল (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১ জুলাই: ইমিউনিটি বুস্টার হিসেবে যোগ গুরু রামদেবের পতঞ্জলির নতুন প্রোডাক্ট করোনিল-কে (coronil) ছাড়পত্র দিল কেন্দ্র। রোনিলের জন্য ছাড়পত্র পেতে উত্তরাখণ্ডে রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের তরফে কেন্দ্রের কাছে আবদেন করা হয়েছিল। মঙ্গলবার সেখানেই আয়ুষ মন্ত্রকের তরফে ইমেল করা হয়েছে। গত ২৩ জুন পতঞ্জলি আয়ুর্বেদের তরফে করোনিল ট্যাবলেট ও সোসাস্রি ভাটি মেডিসিন। তবে ওষুধ লঞ্চের কিছুক্ষণের মধ্যেই আয়ুষ মন্ত্রকের তরফে জানানো হয়, এ বিষয়ে কেন্দ্রের কাছে কোনও খবর নেই। এরপরেই করোনিলের বিজ্ঞাপন বন্ধ করে দেয় পতঞ্জলি। এই বিষয়ে হরিদ্বারের আয়ুর্বেদ সংস্থা পতঞ্জলির কাছে নোটিসও যায়। তারপরেই এক বিবৃতিতে পতঞ্জলি জানায় যে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার সংক্রান্ত কোনও দাবি করা হয়নি। আরও পড়ুন-COVID-19 Cases In India: ভারতে করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৫ হাজার ছাড়িয়ে গেল, একদিনে আক্রান্ত ১৮, ৬৫৩ জন

এই প্রসঙ্গে পতঞ্জলি আয়ুর্বেদের সিইও আচার্য বালকৃষ্ণ জানান, “পতঞ্জলি কখনও করোনা ওষুধ তৈরির দাবি করেনি। করোনা রোগীরা এই ওষুধ খেলে সুস্থ হয়ে উঠতে পারেন। এই ওষুধটি আয়ুষ মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে। তুলসী ও অশ্বগন্ধার উপকরণেই তৈরি হয়েছে এই করোনিল। এই করোনিলের পরীক্ষা মূলক প্রয়োগের হয়েছে। এতে কোভিড রোগী সুস্থ হবে। ইতিমধ্যেই করোনিলকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র