Techie Atul Subhash Dies by Suicide (Photo Credits: X)

বেঙ্গালুরুর (Bengaluru) তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়র অতুল সুভাষের (Atul Subhash) আত্মহত্যার (Suicide) ঘটনায় জোর শোরগোল শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। অতুল সুভাষের আত্মহত্যায় তাঁর স্ত্রী নিকিতা সিংঘানিয়া (Nikita Singhania) প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। অতুল সুভাষের আত্মহত্যার পর যখন নিকাতা সিংঘানিয়া এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আঙুল উঠতে শুরু করে, সেই সময় একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে নিকিতা সিংঘানিয়ার বাড়ির সামনে সাংবাদিকরা গেলে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। নিকিতা সিংঘানিয়ার দাদা, বউদি সাংবাদিকদের দেখে ক্ষেপে যান। তাঁরা সাংবাদিকদের সঙ্গে কোনও ধরনের বাক্যালাপ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর তাঁরা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন নিকিতা সিংঘানিয়ার দাদা অনুরাগ। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Atul Subhash Suicide Case: বিচ্ছেদে ৩ কোটির দাবি, স্ত্রীর মানসিক হেনস্থার অভিযোগ অতুল সুভাষের বিরুদ্ধে, কে এই নিকিতা সিংঘানিয়া?

দেখুন সাংবাদিকদের দেখে কী বললেন নিকিতা সিংঘানিয়ার পরিবার...