Atul Subhash Suicide Case Accused Sent to 14-Day Judicial Custody (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১৫ ডিসেম্বরঃ বেঙ্গালুরুর যুবক অতুল সুভাকে (Atul Subhas) আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে (Nikita Singhania)। গ্রেফতার হয়েছেন অতুলের শাশুড়ি নিশা সিংহানিয়া এবং শ্যালক অনুরাগ সিংহানিয়াও। অতুলের আত্মহত্যার পর গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল স্ত্রী নিকিতা এবং শ্বশুরবাড়ির লোকজন। তবে শেষরক্ষা হল না। হরিয়ানার গুরুগ্রাম থেকে স্ত্রী নিকিতা গ্রেফতার হন এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেফতার মৃত যুবকের শাশুড়ি এবং শ্যালক।

আরও পড়ুনঃ চব্বিশ পাতার সুইসাইট নোট, বেঙ্গালুরুতে উদ্ধার আইটি কর্মীর ঝুলন্ত দেহ

স্ত্রীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় হয়রানির জেরে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। শেষমেশ মুক্তির পথ খোঁজেন। নিজের ২৪ পাতার সুইসাইড নোটে আত্মহত্যার (Suicide) সিদ্ধান্তের ব্যাখা করেছেন অতুল। আত্মহত্যার এক সপ্তাহের মাথায় গ্রেফতার করে নিকিতাদের আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা ঘিরে বিতর্কের ঝড় শুরু হয়। তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির পরিবাককে থানায় হাজিরা দিতে বলে বেঙ্গালুরু পুলিশ। এরপরেই তাঁরা আগাম জামিনের আর্জি নিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় নিকিতাদের। রবিবার গ্রেফতার হন অতুলের স্ত্রী, শাশুড়ি এবং শ্যালক।

গত সোমবার ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অতুল সুভাষের দেহ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা অতুল তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরু। আত্মহত্যার আগে চব্বিশ পাতার সুইসাইট নোটের পাশাপাশি একটি বিদায়ী ভিডিয়ো করে গিয়েছেন তিনি। সেই সমস্ত কিছুতেই রয়েছে স্ত্রী নিকিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ।