Techie Atul Subhash Dies by Suicide (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১০ ডিসেম্বরঃ চব্বিশ পাতার একটি সুইসাইট নোট লিখে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন বেঙ্গালুরুর (Bengaluru) প্রযুক্তি সংস্থায় কর্মরত অতুল সুভাষ (Atul Subhash)। বছর ৩৪-এর অতুল আদতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে। মঞ্জুনাথ লেআউট এলাকায় নিজের বাসভবন থেকে উদ্ধার হয়েছে অতুলের ঝুলন্ত দেহ।

পুলিশের হাতে এসেছে ২৪ পৃষ্ঠার সেই সুইসাইট নোট। যা ঘিরেই ঘনাচ্ছে রহস্য। চার পৃষ্ঠা নিজের হাতে লিখেছেন অতুল এবং বাকি ২০ পাতা টাইপ করেছেন। আত্মহত্যার (Suicide) মত চরম পদক্ষেপ গ্রহণের জন্যে প্রাক্তন স্ত্রী এবং শ্বশুরবাড়ির সদস্যদের উপর হয়রানির অভিযোগ তুলেছেন অতুল। সুইসাইট নোটে তিনি উল্লেখ করেছেন, 'বিচার এখনও বাকি রয়েছে'।

উত্তরপ্রদেশের একটি আদালতে স্ত্রীর সঙ্গে আইনি লড়াই চলছিল অতুলের। প্রাক্তন স্ত্রী তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্বাভাবিক যৌন সঙ্গম-সহ বেশ কিছু অভিযোগ এসেছেন। চিঠিতে অতুল জানান, আদালতে কয়েকটি রায় তাঁর বিরুদ্ধে গিয়েছে। যার ফলে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর আরও অভিযোগ, তাঁদের চার বছরের ছেলেকে 'ব্যবহার' করে প্রাক্তন স্ত্রী ভরণপোষণের জন্যে প্রচুর পরিমাণে টাকার দাবি জানাতে শুরু করে।

এই সমস্ত কিছু নিয়ে দীর্ঘদিন ভিভ্রান্তির মধ্যে থেকে শেষমেশ আত্মহত্যার সিদ্ধান্ত নেন অতুল। তবে আত্মহত্যার আগে বাড়ির আলমারিতে নিজের গুরুত্বপূর্ণ সমস্ত নথি, সুইসাইট নোট, গাড়ির চাবি, অফিসের কাজের ফাইল গুছিয়ে রেখে দেন। শুধু তাই নয়, তাঁর বাড়ির সামনে একটি প্ল্যাকার্ড ঝোলান। যাতে লেখান, 'বিচার এখনও বাকি'।

মৃত যুবকের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতুলের প্রাক্তন স্ত্রী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।