Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত কমপক্ষে ৩৫, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
উপত্যকায় খাদে বাস, মৃত কমপক্ষে ৩৩ (Photo Credits: ANI)

শ্রীনগর, ১ জুলাই, ২০১৯: জম্মু–কাশ্মীরের কিস্তোয়ার( Kistwar) জেলায় খাদে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৩ জনের। সাত জনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর আজ সকালে কেশওয়ান (Keshwan) থেকে কিস্তওয়ার যাওযার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জেকে–১৭–৬৭৮৭ নম্বরের বাসটি প্রায় ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। উদ্ধারকাজে শুরু করেছে সেনাবাহিনী(ARMY)। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রস এবং এসডিআরএফের (SDRF)প্রতিনিধিরা।

আহতদের উদ্ধার করে কিস্তওয়ারা হাসপাতালে নিয়ে যেতেই ২৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আধিকারিকরা জানিয়েছেন ৩৮ জন যাত্রী ছিলেন বাসটিতে। আশঙ্কাজনক চারজনকে এয়ারলিফ্ট করে জম্মুর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে আজ কিস্তওয়ারায় ব্যবসায়ী সমিতির ডাকে ধর্মঘট চলছে। স্কুল, কলেজ, দোকান বাজার সব বন্ধ রয়েছে। আরও পড়ুন, শোভন চ্যাটার্জি কি যোগ দিচ্ছেন বিজেপিতে ? মান ভাঙাতে দূত পাঠালেন মমতা ব্যানার্জি

রাস্তা খারাপ থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন বিরোধীরা। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন বিধায়ক গুলাম মহম্মদ সারুরি এবং প্রাক্তন স্থানীয় কাউন্সিলর নরেশ গুপ্তা। রাস্তা মেরামত না করার দায় পূর্ত দপ্তরের হাতেই চাপিয়েছেন তাঁরা।