Photo Credits: ANI

অবশেযে মিটল দীর্ঘদিনের সমস্যা! অনেক বছর ধরেই অসম (Assam) ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মধ্যে রাজ্যের সীমানা নিয়ে গণ্ডগোল (inter-state boundary dispute) ছিল। মাঝে মধ্যেই এই বিষয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলত দুই রাজ্যের সরকার।

বৃহস্পতিবার দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) উপস্থিতিতে এই সমস্যা মেটানোর বিষয়ে একটি চুক্তিতে (agreement for settlement) সই করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma) ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Arunachal Pradesh CM Pema Khandu)।

দেখুন ভিডিয়ো:

পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী অমিত শাহ বলেন, অসম ও অরুণাচল প্রদেশের মধ্যে আজকে সীমানা বিতর্ক মেটানোর জন্য যে চুক্তি সাক্ষরিত হয়েছে তা আগামী দিনে একটা মাইলস্টোন হিসেবে চিহ্নিত হবে। এর ফলে উত্তর-পূর্ব অঞ্চলে শান্তি ও উন্নয়ন আরও বাড়বে।"

ভিডিয়োতে শুনুন অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য: