বারাণসী, ১৭ ফেব্রুয়ারি: কাশী-মহাকাল (Kashi-Mahakal Express) এক্সপ্রেসের একটি আসন সংরক্ষিত হয়েছে ভগবানের জন্য। কোচ বি-৫, আসন নম্বর ৬৪। শিব ঠাকুরের পাশাপাশি রয়েছেন আরও দেবদেবী। পুজো করছেন রেলের কর্মীরা। বারাণসী সফরে এসে ভিডিও লিঙ্কের মাধ্যমে IRCTC-র বেসরকারি ট্রেন মহাকাল এক্সপ্রেসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ২০ ফেব্রুয়ারি এই ট্রেনটি যাত্রা শুরু করবে।
বারাণসী, উজ্জয়িনী ও ওমকারেশ্বরকে সংযোগ করবে ট্রেনটি। এই প্রথম ট্রেনের আসন সংরক্ষিত হল কোনও দেবতার জন্য। ট্রেনের আসনটি রীতিমতো মন্দিরে পরিণত হয়ে গেছে। এই বেসরকারি ট্রেনে প্রথমবার নিরামিষ খাবার ও ধর্মীয় গানের জন্য বিলে খরচ নেওয়া হয়েছে। ট্যুরিজম অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর রজনী হাসিজা জানিয়েছেন, 'আমাদের কর্মীরা ট্রেনে আরতি করতে পারেন। আজ ট্রেনের কর্মীরা পুজোর জন্য একটি আসন সংরক্ষিত রেখেছেন।' প্রত্যেক সফরেই এই আসনটি পুজোর জন্য সংরক্ষিত রাখা থাকবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি IRCTC কর্মীরা। আরও পড়ুন, CAA বিরোধী প্রস্তাব পাশের পথে এবার তেলেঙ্গানা বিধানসভা
Sir @PMOIndia https://t.co/HCeC9QcfW9 pic.twitter.com/6SMJXw3q1N
— Asaduddin Owaisi (@asadowaisi) February 17, 2020
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi) প্রধানমন্ত্রীর অফিসকে মেনশন করে সংবিধানের প্রস্তাবনার ছবি টুইট করেন। এক আধিকারিকের কথায়, 'আমাদের সব ধর্মবিশ্বাসের প্রতি সম্মান জানানো উচিত। উদ্বোধনের সময় সানাইবাদকদের মধ্যে অনেকে মুসলিম ছিলেন। তবে যেহেতু আমাদের কর্মীদের সবাইকে গোটা সপ্তাহ এই ট্রেনেই থাকতে হবে, তাই তাঁদের রোজকার পুজোর জন্য এই বার্থটি স্থায়াভীবে সংরক্ষিত রাখা হতে পারে। এই মুহূর্তে আমরা এই নিয়ে আলোচনা চালাচ্ছি।'
দেখুন ভিডিও--->