কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠক অরবিন্দ কেজরিওয়ালের (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি: আজ, রবিবার আন্দোলনরত কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির বিধানসভায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই তিন কৃষি আইনের (Farmers Law) প্রত্যাহার নিয়ে উত্তরপ্রদেশের দক্ষিণাংশে বিস্তারিতভাবে আলোচনা হয়।

এই তিন কালা আইন নিয়ে তিনি বলেন, 'কৃষকদের জন্য এই আইন প্রাণনাশক। এই আইনগুলি লাগু হলে কৃষি গুটিকয়েক পুঁজিপতিদের হাতে চলে যাবে।' আগামী ২৮ ফেব্রুয়ারি মিরাটে মহা কিষান পঞ্চায়েতে একটি সভার ঘোষণা করেছেন। আইন প্রত্যাহারের দাবিতেই এই সভা করা হবে। দিল্লির পরিবহন ও পরিবেশ মন্ত্রী কৈলাস গেহলট, জল এবং পর্যটনমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম, আপ সাংসদ সঞ্জয় সিং সভায় অংশগ্রহণ করবেন। আরও পড়ুন, স্ত্রীয়ের পর এবার অভিষেক ব্যানার্জির শ্যালিকাকে নোটিস সিবিআইয়ের

এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে আজ সংবাদসংস্থা এএনআইকে জানিয়ে দেন রাষ্ট্রীয় জাঠ মহাসঙ্ঘের রোহিত জাখাদ। তিনটি আইন পাশ হওয়ার সময় থেকে তিনটি কৃষি বিল নিয়ে গত বছর নভেম্বর মাস থেকে আন্দোলন চলছে। গত ২৬ ফেব্রুয়ারি ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরদার হয়। এরপর ভারত বনধের পরও রফাসূত্র মেলেনি সরকার পক্ষ থেকে।