Avalanche In Arunachal Pradesh (Photo Credit: Latestly)

দিল্লি, ৭ ফেব্রুয়ারি:  প্রবল তুষারধ্বসের (Avalanche) জেরে নিখোঁজ ভারতীয় সেনার ৭ জওয়ান। অরুণাচল প্রদেশের কামিং সেক্টরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটানা তুষারপাতের জেরে অরুণাচল প্রদেশের কামিং সেক্টরে আচমকাই নিখোঁজ হয়ে যান ৭ জওয়ান। নিখোঁজ জওয়ানদের (Indian Army ) খোঁজে শুরু হয়েছে তল্লাশি। নিখোঁজ জওয়ানদের খোঁজে সেনার স্পেশাল ফোর্সকে নামানো হয়েছে বলে খবর।

সেনা সূত্রে খবর, গত কয়েকদিন ধরে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কামিং সেক্টর (Kameng Sector) এবং তার আশপাশের এলাকায় তুষারপাত শুরু হয়েছে। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে। যে কোনওভাবে যাতে ওই ৭ জওয়ানকে উদ্ধার করা যায় বরফ থেকে, চলছে সেই চেষ্টা।

আরও পড়ুন: Karnataka Hijab Row: কর্ণাটকে হিজাব পরে কলেজে এলেই পৃথক ক্লাসরুমে পাঠানো হচ্ছে পড়ুয়াদের

২০২০ সালে সিকিমে এমনই তুষারধ্বসের জেরে দুর্ঘটনা ঘটে। ওই সালে প্রবল তুষারপাতের মাঝে সিকিমের রাস্তা থেকে বরফ সরাতে গিয়ে নিখোঁজ হন দুই জওয়ান। ওই ঘটনার পর ফের অরুণাচলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।