নয়া দিল্লি, ২৫ আগস্ট: Arun Jaitley will be cremated today: প্রাক্তন অর্থমন্ত্রী (Former Finance Minister) অরুণ জেটলির (Arun Jaitley) অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে দুঃখের আবহ। প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi) রাজনৈতিক কারণে বিদেশে থাকায়, অরুণ জেটলির মৃত্যুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাঁর পরিবারে ফোন করে খবর নেন।অরুণ জেটলির স্ত্রী এবং পুত্র প্রধানমন্ত্রীকে তাঁর বিদেশযাত্রা জারি রাখতে আর্জি জানিয়েছেন।
PM Narendra Modi has spoken to Arun Jaitley’s wife and son, and expressed his condolences. Both of them insisted that PM does not cancel his current foreign tour. pic.twitter.com/obQiBh3Cso
— ANI (@ANI) August 24, 2019
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক বৈদেশিক যাত্রা শুরু করেছেন। এই মুহূর্তে তাঁর দেশকে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজনীয় বলে মনে করছেন অরুণ জেটলির পরিবার। আজ প্রাক্তন অর্থমন্ত্রীর মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লির (Delhi) নিগামবোধ ঘাটে (Nigambodh Ghat) দুপুর ২ টোয়। বিজেপির সদস্যরা ছাড়াও হাজার হাজার মানুষ আজ আসবেন তাঁকে শেষ সম্মান জানাতে। আরও পড়ুন, অরুণ জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র
প্রধানমন্ত্রীর হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) হর্ষবর্ধন (Harshvardhan) আজ জেটলির মরদেহে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন। প্রতিরক্ষা মন্ত্রীও আজ তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানাবেন। নরেন্দ্র মোদী অরুণ জেটলির মৃত্যু সংবাদ পেয়ে মর্মাহত। তিনি সোশ্যাল মিডিয়ায় এর জন্য দুঃখপ্রকাশ করেন। টুইটারে তিনি জানান- ' অরুণ জেটলি, তাঁর দীর্ঘকালীন রাজনৈতিক সময়সীমায় একাধিক মন্ত্রীত্ব সামলেছেন। ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তাঁর অবদান যথেষ্ট বেশি। মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন। দেশের বাণিজ্যকে একটি উন্নত মাত্রায় পৌঁছে নিয়ে গেছেন।'
BJP and Arun Jaitley Ji had an unbreakable bond. As a fiery student leader, he was at forefront of protecting our democracy during the Emergency. He became a much liked face of our Party, who could articulate the Party programmes and ideology to a wide spectrum of society.
— Narendra Modi (@narendramodi) August 24, 2019
তিনি আরও বলেছেন- 'বিজেপি ও অরুণ জেটলির মধ্যে এক অটুট সম্পর্ক ছিল। সমস্ত জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রকে সঠিকভাবে রক্ষা করেছেন। তিনি আমাদের দলের একজন খুব কাছের লোক ছিলেন। যিনি আমাদের দলের আদর্শকে সমাজের কাছে তুলে ধরেছিলেন। যিনি আমাদের দলের আদর্শকে সমাজের কাছে তুলে ধরেছিলেন। আমি আমার এক প্রিয় বন্ধুকে হারালাম। তাঁকে হারানোর ব্যাথা আমাদের সবার মধ্যে থেকে যাবে।'