Army Jawan Killed: সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রাজৌরিতে গুলি পাকিস্তানের, শহিদ ভারতীয় জওয়ান
শহিদ রোহিন কুমার (Photo: ANI)

শ্রীনগর, ১ অগাস্ট: সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (LoC) গুলিবর্ষণ করেই চলেছে পাকিস্তান (Pakistan) সেনা। আজও তারা জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় (Rajouri District) এলওসি-র বরাবর চৌরাস্তা চৌকিতে ভারী গুলি চালিয়েছে। তাতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। শহিদ জওয়ানের নাম রোহিন কুমার। সেনার এক মুখপাত্র বলেছেন, রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে পাকিস্তান সেনা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ভারতীয় সেনারাও পালটা জবাব দিচ্ছে।

সেনা মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের ছোড়া গুলিতে রোহিন কুমার গুরুতর জখম হয়েছিলেন এবং পরে তাঁর মৃত্যু হয়। হিমাচল প্রদেশের বাসিন্দা রোহিন কুমার সাহসী ছিলেন। সর্বোচ্চ আত্মত্যাগর জন্য দেশ তাঁর কাছে সর্বদা ঋণী থাকবে। আরও পড়ুন: Nagpur: হাসপাতাল থেকে 'রেনকোট' ভেবে পিপিই কিট চুরি করে পালালো করোনায় আক্রান্ত মদ্যপ ব্যক্তি

সেনা সূত্রে খবর, একমাস ধরে পাকিস্তান বেশ কয়েকটি সেক্টরে দিনে এক থেকে দু'বার গুলি চালাচ্ছে। এনিয়ে ভারত কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে।