নয়াদিল্লিঃ পহেলগাঁও হত্যাকাণ্ডে (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন মোট ২৬ জন নিরীহ পর্যটক। এই ২৬ জনের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী চন্দ্রমৌলী ও কাভালির বাসিন্দা তথ্যপ্রযুক্তিকর্মী মধুসূদন। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরেছে তাঁদের কফিন বন্দি দেহ। এদিন বিশাখাপত্তনম বিমানবন্দরে তাঁদের শেষ শ্রদ্ধা জানান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সেই সঙ্গে নিহতদের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের পাশে নাইডু
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে পহেলগাঁও। নাম, পরিচয় জেনে একের পর এক পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। স্ত্রী ও সন্তানের সামনে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় শরীর। এই হামলায় মোট ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে লস্কর-ই-তইবা। অন্যদিকে বুধবার বিকেলের দিকে নিহতদের দেহ যার যার বাড়ি ফেরে। বাড়ি ফেরেন কলকাতার বিতান অধিকারী ও সমীর গুহ। কলকাতা বিমানবন্দরে তাঁদের শেষ শ্রদ্ধা জানান বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপর কেওরাতলা মহাশ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্য।
পহেলগাঁও হত্যা কাণ্ডে নিহতদের পাশে মুখ্যমন্ত্রী
Andhra CM Chandrababu Naidu announces Rs 10 lakh ex-gratia for victims of Pahalgam terror attack
Read @ANI Story | https://t.co/1SIezoT0fw#ChandrababuNaidu #PahalgamTerroristAttack #AndhraPradesh #Pahalgam #JammuAndKashmir pic.twitter.com/5CXih4RX8Z
— ANI Digital (@ani_digital) April 23, 2025