নতুন দিল্লি, ১৬ অক্টোবর: আগামী ২৩ অক্টোবর থেকে বিসিসিআই -এর (BCCI) দায়িত্ব নিতে চলেছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছাস উপছে পড়েছে গোটা দেশে (India)। যার জোয়ারে গা ভাসাল দেশের অন্যতম দুগ্ধজাত পণ্যের উৎপাদক সংস্থা আমুল (Amul)। বাঙালী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জির (Abhijit Banerjee) নোবেল (Nobel) জয়েও আনন্দে সামিল হয়েছিল সংস্থা। এবার দাদার জয়ের আনন্দে 'দাদা কিয়া তো নিভানা পরেগা' নামে নয়া বিজ্ঞাপন (Advertisement) বানাল সংস্থা।
আর এক সপ্তাহ পর অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড -র দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ (Joy Shah) সহ পুরো 'টিম দাদা'বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে BCCI-র দায়িত্বভার গ্রহণ করবে। সোমবার দুপুরে বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি, সচিব পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ছেলে জয় শাহ সহ অন্যান্যরা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিম সৌরভ কাজ শুরু করে দিতে চলেছে। মনোনেয়ন জমা দেওয়ার পরেই সৌরভ জানিয়েছিলেন, তিনি সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। প্রথম দিনেই সৌরভ বুঝিয়ে দিলেন, বাইশ গজের মত প্রশাসনের সর্বোচ্চ পদে থেকেও তিনি টিমের ওপরেই বেশি গুরুত্ব দেবেন। আরও পড়ুন: BCCI: আগামী ২৩ অক্টোবর বোর্ডের দায়িত্ব নিচ্ছেন সভাপতি সৌরভ গাঙ্গুলি
#Amul Topical: The new President-elect of our cricket board! pic.twitter.com/gbdp5QVH3o
— Amul.coop (@Amul_Coop) October 16, 2019
সৌরভ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতির জন্যই কাজ করাটাই হবে তাঁর প্রথম লক্ষ্য। পাশাপাশি বিসিসিআইয়ের স্বচ্ছ ভাবমূর্তি ফেরানোর দিকেও নজর দেওয়ার পাশাপাশি আইসিসিতে বিসিসিআইয়ের প্রাপ্য শেয়ার যাতে পায় তা নিশ্চিত করার দিকেও নজর দেবেন বলে জানিয়েছেন সৌরভ। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে চান বলেও দাদা জানিয়েছেন।