কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিয়ে বিদ্রুপ পোস্টার তেলেঙ্গনার শাসক দল ভারত রাষ্ট্রীয় সমিতির (BRS)। বিআরএসি নেত্রী তথা মুখ্যমন্ত্রী কেসি রাও কন্যা কে কবিতাকে দিল্লিতে টানা ১২ ঘণ্টা ইডি জেরা করা হয়। যার প্রতিবাদে বিআরএস রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। এরই মাঝে রবিবার হায়দরাবাদে 'সিআইএসএফ রেজিং ডে'নামের এক সেনার অনুষ্ঠানে যোগদানের কথা। সেই অনুষ্ঠানে যোগদানে শাহকে যে পথে যেতে হবে, সেখানেই বড় পোস্টার পড়ল, তাতে লেখা ওয়েলকাম টু অমিত শাহ...ওপরে লেখা ওয়াশিং পাউডার নিরমা।

বিরোধী দল থেকে বিজেপি-তে গেলে আর কোনও দুর্নীতির তদন্ত হয় না, বিরোধী নেতা-নেত্রী হলেই শুধুই ইডি, সিবিআই তলব। এটাই ওয়াশিং পাউডার নিরমার বিজ্ঞাপনের সঙ্গে তুলনা করে এই পোস্টার দেওয়া হয়েছে। তুলনা টানা হয়েছে নিরমা ব্যবহার করলে যেমন কালো দাগ সাদা হয়ে যায়, তেমন গেরুয়া শিবিরে যোগ দিলেন কালো দাগের অভিযোগ সাদা হয়ে যায়। আরও পড়ুন-হায়দরাবাদের রাস্তায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে বিদ্রুপ পোস্টার! কোন ইস্যুতে

দেখুন টুইট

এই বিষয়ে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, জ্য়োতিরাদিত্য সিন্ধিয়াদের মত কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলি থেকে বিজেপিতে যোগদান করা নেতাদের উদাহরণ দিয়েও হায়দারবাদে পোস্টার দিয়েছে বিআরএস (আগে বলা হত টিআরএস)।