তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতা-কে দিল্লিতে জেরা করছে ইডি। মাদক নীতিতে আর্থিক দুর্নীতি কাণ্ডে কেসিআর কন্যাকে তলব নিয়ে তেলঙ্গনার রাজনীতিতে বিতর্কের ঝড়। এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে মাঠে নেমেছে ভারত রাষ্ট্রীয় সমিতি (তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি)। দেশের বিরোধী নেতা-নেত্রীদের ইডি, সিবিআইয়ের তলব নিয়ে রাজ্যের রাজধানী হায়দরাবাদ সহ বিভিন্ন জায়গায় বিজেপি-কে বিদ্রুপ করে পোস্টার দিল বিআরএস (আগে বলা হত টিআরএস)।
তেলঙ্গনার শাসক দলের এমনই এক পোস্টারে থাকল বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ছবিও। সিবিআই, ইডি-কে দেশের শাসক দল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। পোস্টারে সেই কথাটাই বিদ্রুপের আকারে তুলে ধরা হল। ২০২১ বিধানসভার আগে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নারদা স্টিং কাণ্ডে পরিষ্কার ছবি থাকা, সারদা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল শুভেন্দুর। কিন্তু নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে কখনই ইডি, সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি তলব করেনি। বাংলায় বিরোধীদের বলা এই ইস্যুটাই তুলে ধরে তেলঙ্গনার পোস্টারে বলা আছে, অন্য দল ছেড়ে বিজেপিতে গেলেই সব অভিযোগ ধুয়ে সাফ হয়ে যায়।
দেখুন ছবিতে
Telangana | Posters, featuring leaders who joined BJP from others parties and BRS MLC K Kavitha on the other hand, seen in Hyderabad. She is scheduled to appear before ED today in Delhi, in connection with the liquor policy case. pic.twitter.com/bgu7oOL6R1
— ANI (@ANI) March 11, 2023
শুভেন্দুর পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া, নারায়ণ রানে সহ কংগ্রেস বা বিরোধী দল ছেড়ে বিজেপিতে যাওয়ার নেতাদের নাম ও ছবি তুলে ধরে পোস্টার দিয়েছেন বিআরএস। বিজেপিতে গেলেই সবাই পুরোপুরি অভিযোগ মুক্ত হয়ে গিয়েছেন বলে পোস্টারে বিদ্রুপ করা হয়েছে। পোস্টারের ছবিতে দেখা যাচ্ছে অন্য দলে থাকলে দুর্নীতির কালো দাগ পড়েছে তাঁদের গায়ের জামায়। কিন্তু বিজেপিতে যোগদানের পরই তাদের কালো দাগ মুছে জামা গেরুয়াতে পরিণত হয়েছে।
তাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে কেসিআর কন্য়ার। যিনি কখনই রাজনৈতিক চাপে নতিস্বীকার করেননি বলে দাবি করে শুভেন্দুদের সঙ্গে তুলনা করে পোস্টারটি দেওয়া হয়েছে। কবিতার ছবির পাশে লেখা আছে, আসল রঙ কোনওদিন ফিকে হয়ে যায় না।