উটের দুধ (Photo: Wikimedia Commons)

মুম্বই, ১১ এপ্রিল: লকডাউনের কারণে অটিস্টিক শিশুর (Autistic child) খাওয়ার দুধের চিন্তায় ছিলেন এক মা। তবে গোরুর বা মোষের দুধ নয়, তিনি চিন্তায় ছিলেন উটের দুধের (camel milk) জন্য। কারণ তাঁর সাড়ে তিন বছরের ছেলে এই দুধই খায়। সাড়ে তিন বছরের ছেলে অটিস্টিক। তার ছাগল, গোরু ও মোষের দুধে মারাত্মক অ্যালার্জি রয়েছে। তাই তিনি ভেবেই পাচ্ছিলেন না কী করবেন। তবে তাঁর সেই চিন্তা দূর করল ভারতীয় রেল (Indian Railways। ২০ লিটার উটের দুধ তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হল।

মুম্বইয়ের বাসিন্দা নেহা কুমারী (Neha Kumari) কোনও উপায় না দেখে ৪ এপ্রিল টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। টুইটে তিনি লেখেন, "স্যার। আমার একটি সাড়ে তিন বছরের শিশু আছে। যে অটিজম এবং মারাত্মক খাবারের অ্যালার্জিতে আক্রান্ত। সে উটের দুধ এবং অল্প ডাল খেয়ে বেঁচে রয়েছে। যখন লকডাউন শুরু হয়েছিল তখন আমার বাড়িতে বেশি উটের দুধ ছিল না। আমাকে সদ্রি থেকে উটের দুধ বা গুঁড়ো দুধ পেতে সাহায্য করুন।" আরও পড়ুন: Kolkata: 'চা কাকু' মৃদুল দেবকে সাহায্য সাংসদ মিমি চক্রবর্তীর, অন্য খাদ্য সামগ্রীর সঙ্গে পাঠালেন পাঠালেন চা

নেহার করা টুইটে চোছ পড়ে ওড়িশার পুলিশ আধিকারিক অরুণ বোথরার (Arun Bothra)। এরপর তিনি ওই মহিলার ঠিকানা চান। তিনি নেহকে আশ্বস্ত করেছিলেন যে তাঁ সন্তানের জন্য যা কিছু সম্ভব তিনি করবেন। মঙ্গলবার তিনি টুইট করে জানান, উটের গুঁড়ো দুধের ব্যবস্থা করতে পেরেছি। এটি ৪ দিন চলবে। পরে বোথরা জানান, শুক্রবার রাতে ২০ লিটার উটের দুধ ট্রেনে করে মুম্বই পৌঁছেছে। এর জন্য তিনি উত্তর-পশ্চিম রেলওয়ের সিপিটিএম তরুন জৈনকে ধন্যবাদ জানান। যিনি দুধের পাত্র পরিবারের হাতে পৌঁছে দেওয়ার জন্য রাজস্থান থেকে আসা একটি ট্রেনকে ফালনা স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেন। বোথরা জানিয়েছেন, নেহা কুমারী এই দুধ আরও একটি পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন।