সিমলা, ২৯ জুন: ভিড বিধিও চালু করার সিদ্ধান্ত নিয়েছিল উত্তরাখণ্ড সরকার৷ তবে শেষপর্যন্ত সেসবের কিছুই আর কাজে এল না৷ দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল চলতি বছরের চারধাম যাত্রা৷ ঠিক হয়েছিল ১ জুলাই প্রথম পর্যায়ের যাত্রা শুরু হবে৷ আর দ্বিতীয় পর্যায়ের যাত্রা হবে ১১ জুলাই৷ তবে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের পর আপাতত চারধাম যাত্রা বন্ধই রাখছে সেখানকার সরকার৷ আরও পড়ুন-Distorted Map Row: ভারতের মানচিত্রে নেই জম্মু-কাশ্মীর ও লাদাখ, টুইটার কর্তার বিরুদ্ধে দায়ের এফআইআর
দেশের কোভিড বিপর্যয়ের মধ্যে পুণ্যতোয়া গঙ্গায় শাহিস্নানের ছাড়পত্র দিয়ে আগেই দেশজোড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে উত্তরাখণ্ড সরকারকে৷ লাখো লাখো লোকের স্নান, সীমাহীন জন সমাগম যে কোভিড পরিস্থিতিকে তরাণ্বিত করেছে তা অস্বীকারের জায়গাই নেই৷ সংক্রমণ ছড়িয়েছে হু হু করে৷ মৃত্যুমিছিলও দীর্ঘ হয়েছে৷ শাহিস্নান থেকে ফির প্রচুর পুণ্যার্থীর মৃত্যুও ঘটেছে৷ সেই ধাক্কা এখনও সামলে উঠেত পারেনি দেশ৷ ফের কোভিড পরিস্থিতিতে চারধাম যাত্রা হলে বিপত্তি বাড়বে৷ তাই উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশিকা মেনে নিল রাজ্য সরকার৷