টুইটার (Photo Credits: Twitter)

নয়ডা, ২৯ জুন: ফের ভারতের বিকৃত মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে উত্তাল সোশ্যাল মিডিয়া৷   এবার কাঠগড়ায় টুইটার (Twitter)৷ টুইটারের ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে টুইপ লাইফ নামের হেডিংয়ের তলায় ছিল ভারতের মানচিত্র৷ যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে মানচিত্রের বাইরে রাখা হয়েছে৷ সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা৷ টুইটারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবিও করা হয়৷ এর ভিত্তিতে সোমবার সন্ধ্যায় টটুইটার ইন্ডিয়ার দুই কর্মীর বিরুদ্ধে কুরজানগর থানায় এফআইআর দায়ের করেন বজরং দলের উত্তরপ্রদেশ পশ্চিমাংশের কনভেনর প্রবীণ ভাতি৷ আরও পড়ুন-Copa America 2021: কোপায় মেসি ম্যাজিক, ৪-১ গোলে বলিভিয়া বধের পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি বলেন, “জম্মু, কাশ্মীর ও লাদাখ যে ভারতের অংশ তা পৃথিবীর মানচিত্রে দেখানো হয়নি৷   এটা কোনও কাকতালিয় ঘটনা নয়৷ এই কাজ ভারতীয়েদর অনুভূতিকে আঘাত করেছে৷   আমিও দুঃখ পেয়েছি৷” টুইটার ইন্ডিয়ার দুই অভিযুক্ত কর্মী হলেন সংস্থা ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী ও নিউজ পার্টানারশিপ হেড অমৃতা ত্রিপাঠী৷ দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫-এর ২ ধারায় মামলা রুজু হয়েছে৷ তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় এফআইআর দায়ের হয়েছে৷ এর আগে লেহ-কে চিনের অংশ হিসেবে দেখিয়েছিল টুইটার৷