Akasa Air (Photo: Twitter)

নতুন দিল্লি, ৭ অগাস্ট: আজ থেকে বাণিজ্যিক বিমান পরিষেবা (Commercial Flight Operation) শুরু করল আকাশা এয়ার (Akasa Air)। বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) মালিকানাধীন এই এয়ারলাইন্স মুম্বই-আমেদাবাদ রুটে (Mumbai-Ahmedabad Route) তাদের প্রথম বিমান রওনা করিয়েছে। প্রথম বিমান যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

গত মাসের ৭ তারিখ বাণিজ্যিক বিমান চালানোর জন্য ছাড়পত্র পেয়ে যায় আকাশা এয়ার (Akasa Air)। রাকেশ ঝুনঝুনওয়ালার এই বিমান পরিবহণ সংস্থাকে এয়ারলাইন লাইসেন্স (Airline License) দেয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। আকাশা এয়ার ইতিমধ্যেই বলেছে যে তারা বাণিজ্যিক অপারেশনের জন্য এই রুটে একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাবে। বোয়িং ইতিমধ্যে একটি বিমান সরবরাহ করেছে এবং দ্বিতীয়টি এই মাসের শেষের দিকে সরবরাহ করা হবে। আরও পড়ুন: ISRO launches SSLV-D1: তিরঙ্গা ওড়াতে মহাকাশে রওনা দিল ইসরোর স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল

২২ জুলাই মুম্বই-আমেদাবাদ ও বেঙ্গালুরু-কোচি রুটে বাণিজ্যিক ফ্লাইটের জন্য টিকিট বুকিং চালু করে আকাশা এয়ার। দুটি রুটেই সপ্তাহে ২৮টি করে উড়ান চালানো হবে। বেঙ্গালুরু-কোচি রুটে ১৩ অগাস্ট থেকে বিমান চলাচল শুরু হবে। আকাসা এয়ারের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ কমার্শিয়াল অফিসার প্রবীণ আইয়ার বলেছিলেন, "আমরা একেবারে নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান দিয়ে মুম্বই এবং আমেদাবাদের মধ্যে ফ্লাইট শুরু করছি। আমরা পর্যায়ক্রমে নেটওয়ার্ক সম্প্রসারণ করব। আরও শহরগুলিকে সংযুক্ত করব। কারণ প্রথম বছরে প্রতি মাসে আমাদের বিমান বহরে দুটি করে বিমান যুক্ত করব।"