
ফের আটক বাংলাদেশী অনুপ্রবেশকারী। এবার রাজস্থানের আজমীর (Ajmer) থেকে আটক করা হয়েছে এক বাংলাদেশী নাগরিককে। ধৃত ব্যক্তির নাম মহম্মদ শাহিদ। পুলিশসূূত্রে খবর, সম্প্রতি বাংলাদেশ অশান্ত হওয়ার সম্প্রতি কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই যুবক। এদেশে আসার পর জাল নথি নিয়ে রাজস্থানের আজমীরে থাকা শুরু করেছিল অভিযুক্ত। শুক্রবার তল্লাশি অভিযানের মাধ্যমে শাহিদকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নথি।
আজমীর থেকে আটক বাংলাদেশী অনুপ্রবেশকারী
জানা যাচ্ছে , আজমীর পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এই নিয়ে ২১ জন বাংলাদেশীকে আটক করল। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে আজমীরের দরগা এলাকায় পুলিশ সুপার ভান্দিতা রানার নেতৃত্বে তল্লাশি অভিযান চলে। আর তারপরই শাহিদকে ওই এলাকা থেকে আটক করা হয়। যদিও শাহিদকে জেরা করে ওই এলাকা থেকে আরও কোনও বাংলাদেশী লুকিয়ে রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
দেশে বাড়ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সংখ্যা
এদিকে, বিগত কয়েকমাসে বাংলা, অসম, মণিপুর, ত্রিপুরা সহ দেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের। মূলত উত্তর-পূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গকে করিডোর করে ভারতে লুকিয়ে প্রবেশ করছে এই বাংলাদেশীরা। ফলে সেই সমস্ত জায়গায় বাড়ানো হয়েছে নজরদারী।