দেশের বাড়তে থাকা বায়ুদূষণকে মাথায় রেখে এবার বিভিন্ন ধরনের প্রজেক্ট আনল বিশ্ব ব্যাঙ্ক।ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতে এই প্রজেক্টের মধ্যে রয়েছে এয়ারশেড ম্যানেজমেন্ট টুলস। বাতাসের গুনমান বাড়ানোর জন্য অ্যাকশন প্ল্যান এবং আঞ্চলিকভাবে এয়ারশেড অ্যাকশন প্ল্যান তৈরী করা।
সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে প্রত্যেক ভারতীয়, পিএম ২.৫ গুনমানের বাতাসে শ্বাসপ্রশ্বাস নেন। পিএম ২.৫ গুনমানের বাতাস দেহে নানান ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে যার মধ্য অন্যতম হল শ্বাসকষ্ট।
এই ধরনের দূষণযুক্ত বাতাসের উৎস বিভিন্ন হতে পারে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের জ্বালানী, বায়ুবাহিত বাতাস, নির্মানকার্য ক্ষেত্রে হওয়া ধুলো, এবং নানান শিল্পক্ষেত্র হওয়া দূষণ ইত্যাদি।তাই এই ধরনের বাতাসের সঙ্গে যুজতে এয়ারশেড করার পরামর্শ দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের তরফে।
ভারতের পক্ষে থেকেও বায়ুদূষণ রোধ করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যাশন্যাল ক্লিন এয়ার প্রোগ্রাম এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাতাসের গুনমান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ১৫ তম ফিনাল্স কমিশনের অনুরোধে ৪২ টি শহরে বায়ুদূষণের প্রভাব কমাতে ১.৭ বিলিয়ন খরচ করা হচ্ছে।
World Bank launches comprehensive programme to combat air pollution crisis in India
Read @ANI Story | https://t.co/OAqklPnwXj#WorldBank #AirPollution #India pic.twitter.com/xKKimHW4ds
— ANI Digital (@ani_digital) December 9, 2023