ধর্ষণ। (Image used for representational only) (Photo Credits: ANI)

মুম্বই, ৬ জুন: মুম্বইয়ের ফ্ল্যাটে ধর্ষণ (Rape) করা হল বছর ২৫-এক এক এয়ার হোস্টেসকে। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সেই বিমান সেবিকা (Air Hostess) জানান, তাঁকে ঘরের দরজা বন্ধ করে তিনজন পুরুষ ও এক মহিলার উপস্থিতিতে চলে গণধর্ষণ (Gang Rape)। সোমবার এই গণধর্ষণের ঘটনা ঘটে। আর দু দিন পর মহিলার কাছে অভিযোগ পেয়ে স্বপ্নিল বাদোনিয়া নামের এক ২৩ বছরের যুবককে গ্রেফতার করে পুলিশ।

সেই যুবক ওই মহিলা বিমান সেবিকার সঙ্গে সঙ্গে একই বিমান সংস্থায় নিরাপত্তা বিভাগে কাজ করতেন। সেই দিন ঘরে থাকা আরও দুজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুম্বই পুলিশের এক শীর্ষ কর্তা এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, '' মহিলার অভিযোগ আসার পর তদন্তে তদেখা গিয়েছে বাদোয়ানি জোর করে মহিলাকে ধর্ষণ করে। তবে সেদিন ঘরে থাকা বাকি দুই ব্যক্তির ভূমিকা নিয়ে তদন্ত চলছে।'' আরও পড়ুন-দিল্লির প্রথম মহিলা অটো চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিল অন্য এক অটো চালক

পুলিশ সূত্রে খবর সোমবার এই ঘটনার আগে হায়দ্রাবাদ থেকে মুম্বই আসেন সেই তরুণী। সন্ধ্যা ৭টা নাগাদ ছত্রপতী শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সেই তরুণী দেখা করেন একই বিমান সংস্থায় কাজ করা  নিরাপত্তা অফিসার বাদোনিয়ার সঙ্গে। তারপর রাতের দিকে ঘটে ধর্ষণের ঘটনা।