Photo Credits: ANI

কাটিহার: রবিবার কাটিহারের (Katihar) কোরহা ব্লকের (Korha block) সমাধান যাত্রা (Samadhan Yatra) কর্মসূচীতে যোগ দিতে গেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। সেখানে গিয়ে তুমুল বিক্ষোভের (Protest) মুখে পড়তে হল তাঁকে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে উত্তেজিত জনতা নীতীশ কুমার ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Bihar Dy CM Tejashwi Yadav) ছবি দেওয়া পোস্টার (posters) পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, রবিবার সকালে কাটিহারের কোরহা ব্লকে সমাধান যাত্রা করছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি যখন ওই ব্লকের দিঘারি পঞ্চায়েতে (Dighari Panchayat) বিভিন্ন এলাকায় ঘুরছিলেন তখন স্থানীয় কিছু মানুষ বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু, সরকারি আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের দেখা করতে দেননি বলে অভিযোগ। এর জেরেই নিমিষে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তারপরই উত্তেজিত জনতা বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি নীতীশ কুমার ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ছবি দেওয়া পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আরও পড়ুন: Ruckus In Bihar: লরির ধাক্কায় ছাত্রী মৃত্যুর জের, সিওয়ানের হাইওয়েতে তাণ্ডব জনতার

দেখুন ভিডিয়ো: