সিওয়ান: লরির (truck) ধাক্কায় (mowed down) মৃত্যু হয়েছিল ক্লাস টেনের এক ছাত্রীর (class 10 girl student)। এর জেরে রবিবার তুমুল উত্তেজনা ছড়াল বিহারের (Bihar) সিওয়ানের (Siwan) মহাদেবা পুলিশ আউটপোস্টের (Mahadeva OP PS) অন্তর্গত ওরমা হাইওয়েতে (Orma highway)। উত্তেজিত জনতার তাণ্ডবের (People created ruckus) জেরে অনেকক্ষণ বন্ধ থাকে যান চলাচল।
সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, রবিবার ক্লাস টেনের এক ছাত্রী প্রাইভেট টিউশনির জন্য কোচিং ক্লাসে (coaching class) যাচ্ছিল। মহাদেবা পুলিশ আউটপোস্টের অন্তর্গত ওরমা হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা মারে একটি লরি। এর ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে উত্তেজিত হয়ে ওঠে জনতা। এরপরই ওই লরিটিতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ছাত্রীর মৃতদের নিয়ে হাইওয়ের উপরই বিক্ষোভ দেখাতে শুরু করে। এর ফলে ব্যাপক যানজট দেখা যায় ওই হাইওয়েতে। পরে পুলিশ এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরও পড়ুন: Cracks In Doda: আমরা কোথায় যাব? কাতর সুরে প্রশ্ন করছেন ডোডার সবকিছু হারানো বাসিন্দারা
Bihar | People created ruckus at Orma highway in Mahadeva OP PS limits in Siwan today after a truck mowed down a class 10 student while she was going to her coaching class. Truck was set ablaze&protesters agitated with her body on the highway. They were later dispersed by Police. pic.twitter.com/h69pKerw4L
— ANI (@ANI) February 5, 2023