ডোডো: আমরা কোথায় যাব? ঘরবাড়ি সবকিছু হারিয়ে এখন কাতর সুরে এই প্রশ্নই করছেন ডোডার থাথ্রির (Doda's Thathri) নাই বস্তি গ্রামের (Nai Basti village) বাসিন্দারা। রবিবার এই এলাকার বাড়িগুলিতে (houses) বিপজ্জনকভাবে ফাটল ধরার (developed cracks) কারণে স্থানীয় প্রশাসনের তরফে এখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এপ্রসঙ্গে ঘরবাড়ি সবকিছু হারানো নাই বস্তি গ্রামের এক মহিলা বলেন, "আমরা কোথায় যাব? আমরা সারাজীবন ধরে যা পেয়েছি তা দিয়ে বাড়ি বানিয়ে ছিলাম। কিন্তু, সেটাও এখন চলে গেল। আর আমাদের কাছে কিছুই রইল না।"
J&K | Residents of Nai Basti village in Doda's Thathri vacate their houses that have developed cracks. They are being shifted by local admin.
"Where will we go? We spent an entire lifetime getting them & building a home. It's gone now. We are left with nothing now," says a woman pic.twitter.com/alapJDJHGu
— ANI (@ANI) February 5, 2023
অন্য এক বাসিন্দা বলেন, "গতকাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Geological Survey of India) একটি দল পরিদর্শন (survey) করতে এসেছিল। আমি মাননীয় লেফটেন্যান্ট গভর্নরের (Lt Governor) কাছে অনুরোধ করব যাঁরা এলাকাছাড়া হয়েছেন তাঁদের জন্য জমির (land) ব্যবস্থা করুন। তারা যদি আমাদের শুধু জমি দেয় তাহলে আমরা নিজেদের বাড়ি নিজেরাই বানিয়ে নেব।" আরও পড়ুন: Chine App Banned In India: চিনের বিরুদ্ধে নজরদারি ও তথ্য চুরির অভিযোগে ভারতে বন্ধ হচ্ছে ১৩৮ বেটিং অ্যাপ ও ৯৪ লোন অ্যাপ
"A team from Geological Survey of India came for a survey y'day. I urge Lt Governor for allotment (of land) for the people who are now displaced. Even if they give us just plots of land, we'll build our houses on our own," says a man vacating his house in Nai Basti village, Doda pic.twitter.com/iWdlvCufvU
— ANI (@ANI) February 5, 2023