দিল্লি, ১ অগাস্ট: মাঙ্কিপক্সে (Monkeypox) প্রথম মৃত্যুর খবর মিলেছে ভারতে (India)। বিদেশ ফেরৎ ব্যক্তি মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে ভারতে ফিরলে, কেরলে তাঁর মৃত্য়ু হয়। মাঙ্কিপক্সে প্রথম সংক্রমিতর মৃত্যু কেরলের থ্রিশুরে হওয়ার পর গোটা দেশ জুড়ে ফের চাঞ্চল্য ছড়ায়। যার জেরে এবার টাস্ক ফোর্স গঠন করল কেন্দ্রীয় সরকার। মাঙ্কিপক্স পরিস্থিতির উপর নজরদারি চালাতেই ওই টাস্কফোর্স গঠন করা হয়। যার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের ডক্টর ভি কে পাল-সহ আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মী।
কেরলের (Kerala) থ্রিশুরের পর এরপর ত্রিবান্দ্রামেও এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হন। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরার পরপরই ওই ব্যক্তিও আক্রান্ত হন। কেরলে পরপর ২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পর, দিল্লিতেও এক ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Monkeypox: ভয় ধরাল মাঙ্কিপক্স, ভারতে প্রথম সংক্রমিতর মৃত্যু কেরলে
তবে মাঙ্কিপক্স নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় পদক্ষেপ করলে, মাঙ্কিপক্সকে রুখে দেওয়া সম্ভব বলেই জানানো হয় বিশেষজ্ঞদের তরফে।