Representational image (photo credit -IANS)

তিরুপতি, ২২ নভেম্বর: সামনেই হাসপাতাল। তা সত্ত্বেও সেখানে ভর্তি করা হয়নি। একাধিকবার অনুরোধ সত্ত্বেও মাতৃত্বকালীন হাসপাতালে ভর্তি করা হয়নি অন্তঃসত্ত্বাকে। তার জেরে রাস্তার উপরই সন্তান প্রসব করতে হয় এক মহিলাকে। অন্ধ্রপ্রদেশের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে এক অন্তঃসত্ত্বা মহিলাকে কোনওভাবে ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে ভর্তি হতে না পেরে রাস্তার উপর ছটপট করতে থাকেন ওই মহিলা। তাঁর লেবার পেইন শুরু হওয়ায়, তা দেখে আশপাশের বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়ে যান। যাঁদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। সেই স্বাস্থ্যকর্মীই মহিলার সন্তান প্রসবে সাহায্য করেন। ফলে তিরুপতিতে রাস্তার উপর হাসপাতালের সামনে অসহায়ভাবে সন্তান প্রসব করেন এক মহিলা। দেখুন সেই ভিডিয়ো...