নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Elections 2020) পেরিয়েছে মাত্র একদিন হল। এর মাঝেই হাটে হাঁড়ি ভাঙলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে অধীরের বক্তব্য, 'কেজরিওয়াল জিতলে উন্নয়নের জয় হবে।' পাশাপাশিই তিনি জানালেন দিল্লি বিধানসভা নির্বাচনে ভালো ফলের আশা কখনই করে না কংগ্রেস।'
এক্সিট পোলে (Exit Poll) ইতিমধ্যেই আভাস মিলেছে, দ্বিতীয়বারের জন্য রাজধানীর মসনদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে চলেছে আম আদমি পার্টি (AAP)। দ্বিতীয় স্থানটি ধরে রাখতে চলেছে বিজেপি (BJP)। বুথ ফেরত সমীক্ষায় এই ইঙ্গিতও মিলেছে, কংগ্রেসের হাল আরও খারাপ হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনে। এমন অবস্থায় আম আদমি পার্টির মুখ্য তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসাও করতে শোনা গেল অধীরকে। এক্সিট পোল থেকে একটা বিষয় প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে যে, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির তখ্তে ফের বসতে চলেছে আপ। ৭০টি আসনের মধ্যে ৪৭ থেকে ৬৮-র কাছাকাছি সিট জিততে চলেছে কেজরির আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেস এই দৌড়ে তৃতীয় স্থানেই। এমনকী দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কোনও আসন ঝুলিতে আসতে চলেছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে দলের অন্দরে সংশয়। যে পাঁচটি এক্সিট পোল এখনও অবধি মিলেছে, তা থেকে বোঝা যাচ্ছে আগের থেকেও হয়তো আসন বাড়তে চলেছে বিজেপির। কিন্তু সেই সমীক্ষা থেকেই আরও একটা বিষয় স্পষ্ট যে, কংগ্রেস দিল্লিতে যে তিমিরে ছিল সেখানেই থাকছে। আসন বাড়ার তো কোনও ইঙ্গিতই নেই। আসন কমার ইঙ্গিতই মিলছে বুথফেরত সমীক্ষায়। আরও পড়ুন: Jammu & Kashmir: পার্লামেন্ট হামলার মূল চক্রী আফজাল গুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্ধ ইন্টারনেট পরিষেবা
এমনই আবহে অধীর চৌধুরী বললেন, 'আমরা কখনই দাবি করিনি যে, দিল্লি বিধানসভা নির্বাচনে আমরা আশাতীত ফল করব। কিন্তু এই নির্বাচনে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা লড়াই করার চেষ্টা করেছি। আশা করি ফলাফল দেখে আমরা খুশিই হব।' টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী তাঁর কথায়, 'এই দিল্লির বিধানসভা নির্বাচনে অমিত শাহ (Amit Shah) সাম্প্রদায়িক বিষয়গুলিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। অন্য দিকে অরবিন্দ কেজরিওয়ালজি নানান উন্নয়নমূলক কর্মসূচিকেই নির্বাচনের প্রচার হিসেবে ঢাল করে এসেছে। সেই নিরিখেই অরবিন্দ কেজরিওয়াল ভোটে জিতলে আদতে তা উন্নয়নের জয়জয়কারই হবে।'