বেঙ্গালুরু, ৮ মার্চ: এবার অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক শুরু দক্ষিণেও। বেঙ্গালুরুর একাধিক জায়গায় শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়েছে একাধিকজনের। কর্ণাটকে ইতিমধ্যেই ৩৭ জনের শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয়েছে। যার মধ্যে ১৭ জন বেঙ্গালুরু শহরেই আক্রান্ত। যে শিশুদের বয়স ২ বছরের কম, তাদের যেমন আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি যাদের বয়স ১৫ বছরের কম, তাদেরও প্রবলভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে প্রকাশ। যা নিয়ে বেঙ্গালুরু শহরে ইতিমধ্যেই আতঙ্ক ছড়াতে শুরু করেছে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানান, শিশুদের পাশাপাশি এই ভাইরাসে প্রবীণদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁদের বয়স ৬০ বছর কিংবা তার বেশি, তাঁরাও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: Adenovirus: অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচতে কী করবেন, দেখে নিন এক নজরে
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর আরও জানান, অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। কোনওভাবে এই ভাইরাস যাতে থাবা বসাতে না পারে, তার জন্য সতর্কতা প্রয়োজন বলে জানানো হয়েছে।