
কাজে বেরিয়ে দুষ্কৃতিদের হাতে খুন হতে হল এক যুবককে। ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত করা হয় যুবকের শরীর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দক্ষিণ কন্নড় (Dakshina Kannada) এলাকায়। নিহত যুবকের সহকর্মী গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি বলে ক্ষোভপ্রকাশ করছে পরিবার। যদিও ঘটনার তদন্ত জোড়কদমে হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।
দুই যুবকের ওপর দুষ্কৃতি হামলা
জানা যাচ্ছে, বান্তওয়াল গ্রামীণ থানা এলাকার বাসিন্দা আব্দুল রহিম ও কালান্দার সাফি পেশায় বালি ব্যবসার সঙ্গে যুক্ত। এরমধ্যে আব্দুল স্থানীয় একটি মসজিদের সেক্রেটারি। অভিযোগ, মঙ্গলবার দুপুরে ইরা কোরি এলাকায় একজনের বাড়িতে বালি ফেলতে গিয়েছিলেন দুজনে। সেই সময় কমপক্ষে ১৫ জনের একটি দুষ্কৃতি দল তাঁদের ওপর হামলা করে। লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কোনওরকমে সাফি পালিয়ে বাঁচেন। কিন্তু মৃত্যু হয় আব্দুলের।
অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু পুলিশের
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে স্থানীয় হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয় সাফিকে। যদিও তাঁরও অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পর অভিযুক্ত ১৫জনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। পুলিশসূত্রে জানা যাচ্ছে, আব্দুল ও সাফি কেউই হামলাকারীদের পূর্বপরিচিত ছিল না এবং তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগও ছিল না। ফলে কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।