প্রতীকি ছবি( Photo Credit: Pixabay)

তেলেঙ্গানা, ১৯জুন:  ফের নারকীয় ধর্ষণ, এবার ঘটনাস্থল তেলেঙ্গানা (Telangana)। ঘুমিয়ে থাকার সময় শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতে না পেরে গলা টিপে খুন করল অভিযু্ক্ত। ধর্ষণের সময় শিশুটি চেঁচিয়ে কেঁদে ওঠাতেই রেগে যায় অভিযুক্ত। তারপর প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে খুন করে। ইতিমধ্যেই মৃত শিশুকন্যার বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন নারকীয় ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়াড়াঙ্গলে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই শিশুকন্যার পরিবারের পরিচিত, বলা যায় প্রতিবেশী। আরও পড়ুন- তিমির বমি' বিক্রির চেষ্টায় মুম্বইয়ে গ্রেফতার দুই, তিমির বমির মূল্য ১.৭ কোটি টাকা!

জানা গিয়েছে, ছাদে ঘুমোচ্ছিল নমাসের শিশুকন্যার পরিবার। সেই সময় সেখান থেকেই তাকে তুলে বাড়ি নিয়ে যায় ওই ব্যক্তি। তারপর বাড়ি থেকে অদূরের এক জঙ্গলে নিয়ে গিয়ে একরত্তিকে ধর্ষণের চেষ্টা করে। শারীরিক যন্ত্রণায় শিশুটি ততক্ষণে কান্না শুরু করেছে। গ্রাম লাগোয়া জঙ্গলে বাচ্চার কান্না শুনতে পেয়ে প্রমাদ গোনে অভিযু্ক্ত। প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই শিশুটির গলা টিপে জীবনের মতো কান্না থামিয়ে দেয় সে। ইতিমধ্যেই মেয়েকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেছেন বাবা-মা। প্রতিবেশীরা জঙ্গল থেকে কান্নার শব্দের কথা বলতেই সেদিকে ছুটে যান দুজনে। তবে শিশুটিকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিলেও পাপ ঢাকতে বেশিকিছু করার সময় পায়নি ধর্ষক। পালানোর চেষ্টা করতেই হাতেনাতে ধরা পড়ে যায়, তখনও ধর্ষকের কোলে মেয়েকে দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন, শরীরে ধর্ষণের প্রমাণ মেলায় অটোপসির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ধর্ষককে হাতের মধ্যে পেয়ে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় নির্বাক এলাকাবাসী, শোকে পাথর শিশুটির বাবা-মা। মাত্র কয়েকদিন আগেই আসিফা গণধর্ষণ মামলার চূড়ান্ত রায়ে দোষীরা সাজা পেয়েছে। তারপরেই আলিগড়ে টুইঙ্কল শর্মাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ, সেই ক্ষত টাটকা থাকতে থাকতেই ফের নরক যন্ত্রণা নিয়ে মৃ্যুর কোলে ঢলে পড়ল শিশু।