সিমলা: প্রকৃতির তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। প্রবল বৃষ্টির (Heavy rains) জলে পরিপূর্ণ হয়ে ভেসে একা বিয়াস নদীই কাঁপন ধরিয়ে দিয়েছে মানুষের মনে। প্রচুর মানুষের মৃত্যু হওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে অনেক সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি। সবই চলে গেছে সর্বগ্রাসী জলস্রোতের করাল গ্রাসে।
সিমলা-সহ বিভিন্ন উল্লেখযোগ্য স্থানের রূপই গেছে বদলে। এই পরিস্থিতির মধ্যে বুধবার বিকেলে হিমাচল প্রদেশের সরকারের (Himachal Pradesh Government) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তাতে উল্লেখ্য করা হয়েছে, গোটা রাজ্যে প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত ৮৮ জনের মৃত্যু (Death) হয়েছে। নিখোঁজ (missing) হয়েছেন ১৬ জন এবং জখম (injured) হয়েছেন ১০০ জন। মৃত্যু হয়েছে ৪৯২ জন পশুর। আরও পড়ুন: NABARD Foundation Day: নাবার্ড-এর প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখছেন অমিত শাহ, দেখুন ভিডিয়ো
Himachal Pradesh | 88 people have lost their lives, 16 missing and 100 injured due to rains in the state. 492 animals have died across the state: State Government pic.twitter.com/NpyX9owtnm
— ANI (@ANI) July 12, 2023