Photo Credits: ANI

নয়াদিল্লি: বুধবার উদযাপিত হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) বা নাবার্ড-এর ৪২তম প্রতিষ্ঠা দিবস। দিল্লিতে আয়োজিত নাবার্ড (NABARD)-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে (Foundation Day Event) বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। দেশের কৃষি ব্যবস্থায় নাবার্ড-এর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে এই সংস্থার ভূয়সী প্রশংসা করেন।

দেখুন ভিডিয়ো:

অতীতের সঙ্গে বর্তমানের তুলনা করে তিনি বলেন, "১৯৮২ সালে কৃষি অর্থায়নে (agricultural finance) স্বল্পমেয়াদী ঋণ (short-term credit) ছিল মাত্র ৮৯৬ কোটি টাকা। আজকে সেটা ১.৫৮ লক্ষ কোটিতে গিয়ে পৌঁছেছে। এর পাশাপাশি যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণের (long-term loans) দিকে তাকাই তাহলে দেখতে পাব সেই সময়ে ছিল এক কোটি টাকা। আজকের দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ২৩০০ কোটি টাকা।" আরও পড়ুন: Water Level In Yamuna River: বাড়ছে যমুনার জলস্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল (See Tweet)