গুয়াহাটি, ২৫ জুন: প্রবল বৃষ্টিতে (Rain) বিধ্বস্ত অসম (Assam)। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির জেরে ৭ জেলার ৫০ হাজার মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার ভয়াবহ বন্যার মুখোমুখি অসম। ধীমাজি, লক্ষ্মীপুর, জোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগড় এবং তিনসুকিয়া।
#WATCH Heavy rainfall over last 24 hours cause flood in Tinsukia's Dumdum area, in Assam pic.twitter.com/qnrDJ59Yib
— ANI (@ANI) June 25, 2020
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় চার জন ভেসে গিয়েছে জলের স্রোতে। প্রবল বৃষ্টির জেরে অসমের এই সাত জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ১৪ জনের মৃ্ত্যুর খবর মিলেছে। ৫,৩০০ হেক্টর জমি জলের তলায় চলে গেছে। মোট ১৮০টি গ্রামে বন্যার কবলে পড়ে ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনসুকিয়ার দমদম এলাকা জলের তোড়ে ভেসে গেছে। আরও পড়ুন: Aadhaar-PAN Linking Deadline Extended: করোনাভাইরাসের কারণে আধার-প্যান সংযুক্তির সময়সীমা বাড়ালো কেন্দ্র, বাড়িতে বসেই করুন লিংকিং
বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হচ্ছে, ব্রহ্মপুত্র নদী তেজপুরে বিপদসীমার উপর দিয়ে বইছে। ধুবড়ি জেলা, নীমাতিঘাট, শিবসাগর জেলার একাধিক এলাকা জলের নীচে। গুয়াহাটিতেও বাড়ছে ব্রহ্মপুত্র নদীর জল। বিপদসীমা ছুঁতে বাকি মাত্র ৪৬ সেন্টিমিটার।